Wednesday, February 16, 2022

সেইফটি কমিটি কি ? What is Safety Committee ?

সেইফটি কমিটি কি ?

সেইফটি কমিটি বলতে সমসংখ্যক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি দোল বা টিমকে বুঝায় যা নিরাপদ কর্ম ক্ষেত্র তৈরী ও তা রক্ষা করতে মালিক বা নিয়োগকর্তাকে সহায়তা করে। বাংলাদেশ শ্রমআইন ২০০৬ এর ধারা ৯০ (ক) এবং বাংলাদেশ শ্রমবিধিমালা ২০১৫ এর বিধি ৮১ -৮৫ অনুসারে প্রতিটি কারখানা বা শিল্প প্রতিষ্ঠানে যেখানে ৫০ বা তারও অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে সেখানে সেইফটি কমিটি গঠন করার কথা থাকলেও এর চেয়ে কম শ্রমিক রয়েছে এরূপ ক্ষেত্রেও এ কমিটি গঠন করা যেতে পারে।

সেইফটি কমিটির মেম্বারগণের দায়দায়িত্ব

 সেইফটি কমিটির মেম্বারগণের দায়দায়িত্ব: প্লিজ নিচের ভিডিওটি দেখুনঃ