Wednesday, February 16, 2022

সেইফটি কমিটি কি ? What is Safety Committee ?

সেইফটি কমিটি কি ?

সেইফটি কমিটি বলতে সমসংখ্যক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি দোল বা টিমকে বুঝায় যা নিরাপদ কর্ম ক্ষেত্র তৈরী ও তা রক্ষা করতে মালিক বা নিয়োগকর্তাকে সহায়তা করে। বাংলাদেশ শ্রমআইন ২০০৬ এর ধারা ৯০ (ক) এবং বাংলাদেশ শ্রমবিধিমালা ২০১৫ এর বিধি ৮১ -৮৫ অনুসারে প্রতিটি কারখানা বা শিল্প প্রতিষ্ঠানে যেখানে ৫০ বা তারও অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে সেখানে সেইফটি কমিটি গঠন করার কথা থাকলেও এর চেয়ে কম শ্রমিক রয়েছে এরূপ ক্ষেত্রেও এ কমিটি গঠন করা যেতে পারে।

No comments:

Post a Comment

সেইফটি কমিটি বলতে সমসংখ্যক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি দোল বা টিমকে বুঝায় যা নিরাপদ কর্ম ক্ষেত্র তৈরী ও তা রক্ষা করতে মালিক বা নিয়োগকর্তাকে সহায়তা করে। বাংলাদেশ শ্রমআইন ২০০৬ এর ধারা ৯০ (ক) এবং বাংলাদেশ শ্রমবিধিমালা ২০১৫ এর বিধি ৮১ -৮৫ অনুসারে প্রতিটি কারখানা বা শিল্প প্রতিষ্ঠানে যেখানে ৫০ বা তারও অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে সেখানে সেইফটি কমিটি গঠন করার কথা থাকলেও এর চেয়ে কম শ্রমিক রয়েছে এরূপ ক্ষেত্রেও এ কমিটি গঠন করা যেতে পারে।

Thanks for your nice complement....
I would request you, please share this post or article to your Facebook, Tweeter, LinkedIn, Pinterest, WhatsApp, Viber, Telegram and other social media sites!

সেইফটি কমিটির মেম্বারগণের দায়দায়িত্ব

 সেইফটি কমিটির মেম্বারগণের দায়দায়িত্ব: প্লিজ নিচের ভিডিওটি দেখুনঃ